Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আগামী ০৯/০১/২০২২ শুরু হতে যাচ্ছে মেয়েদের অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ
বিস্তারিত
আগামী ০৯/০১/২০২২ তারিখে ৪২দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ(মহিলা) আনসার ও ভিডিপি একাডেমী, সফিপুর, গাজীপুরে অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণে বুড়িচং উপজেলা হতে একজন প্রশিক্ষণার্থী প্রেরণ করা হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নিম্নলিখিত যোগ্যতা থাকতে হবেঃ
✓ভিডিপি প্লাটুনভুক্ত সদস্য 
✓জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।
✓বয়স ১৮ থেকে ৩০ বছর।
✓ন্যূনতম অষ্টম শ্রেণী পাস।
✓উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি।
✓✓অসুস্থ্য, অন্তঃসত্বা, প্রশিক্ষণ গ্রহণে অনীহা হলে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারবে না।
প্রশিক্ষণ শেষে প্রাপ্ত সুবিধাদিঃ
✓সম্পূর্ণ বিনামূল্যে সরকারি খরচে আনসার ও ভিডিপি একাডেমীর মনোরম পরিবেশে প্রশিক্ষণ গ্রহণ করার সুযোগ রয়েছে।
✓আনসার ও ভিডিপির অন্যান্য কারিগরি প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হওয়া এবং কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত হওয়ার সুযোগ রয়েছে।
✓আনসার ও ভিডিপির গর্বিত সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়া।
✓গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণির(১৩-২০ তম গ্রেড) সরকারি চাকরিতে ১০% কোটা সুবিধার আওতাভুক্ত হওয়া।
✓জননিরাপত্তা কার্যক্রমে অংশ নিয়ে দেশ সেবার সুযোগ সৃষ্টি হওয়া।
✓ আর্থসামাজিক উন্নয়নে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি।
✓প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে।
যোগাযোগ
 উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, বুড়িচং, কুমিল্লা। মোবাইল- 01842-264541, 01717-069602, 01819-156541
ডাউনলোড
প্রকাশের তারিখ
04/01/2022
আর্কাইভ তারিখ
09/01/2022