Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ 2021 ২য় ধাপ- পুরুষ
বিস্তারিত
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ নিন, দেশ সেবায় অংশ নিন।।। আবারো ২২/০৮/২০২১ খ্রিঃ তারিখ হতে শুরু হতে যাচ্ছে জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ। (প্রশিক্ষণের মেয়াদঃ ২১ দিন) ---*-*--- কেন করবেন এই প্রশিক্ষণ? ১। সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আনসার ও ভিডিপি একজন গর্বিত সদস্য হতে পারবেন। ২। সরকারি চাকুরীতে ১০% কোটা সুবিধা পাবেন। ৩। এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বাহিনীর কল্যান তহবিল হতে নিজের, নিজ স্ত্রী ও সন্তানের আজীবন চিকিৎসা খরচ অনুদান হিসেবে পাবেন। ৪। এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজ সন্তানের শিক্ষাবৃত্তি পাবেন। ৫। নির্বাচন ও দূর্গাপূজাসহ সরকারী বিভিন্ন প্রয়োজনে ভাতাভিত্তিক অস্ত্রসহ দায়িত্ব পালন করতে পারবেন। ৬। সামরিক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেকে আত্নপ্রত্যয়ী করে গড়ে তোলার সূবর্ণ সুযোগ। ৭। তাছাড়া মোটর ড্রাইভিং প্রশিক্ষণ, বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, মোবাইল ফোন মেরমাত, এসি ও ফ্রিজ সার্ভিসিং এর মত ২০টির ও অধিক প্রশিক্ষণ বিনামূল্যে গ্রহণের সুযোগ। ৮। বাহিনীর বিভিন্ন নিয়োগ যেমন, ব্যাটালিয়ন আনসার, সাধারণ আনসার হিসেবে নিয়োগে অগ্রাধীকার। ---*-*--- যোগ্যতাঃ ১। জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট কার্ড বা অনলাইন কপি থাকতে হবে। ২। দৈহিক উচ্চতাঃ সর্বনিম্ন ৫ ফুট ৫ ইন্চি ( অধিক উচ্চতা পাবে) ৩। শিক্ষাগত যোগ্যতাঃ সর্বনিম্ন ৮ম শ্রেণী পাস( অধিক শিক্ষাগত যোগ্যতা অগ্রাধীকার পাবে) ৪। বয়সঃ ১৮ হতে ৩০ বছর। ৫। শারিরিক ও মানসিকভাবে সুস্থ্য। ---*-*--- যোগাযোগঃ যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা উল্লেখিত কাগজপত্রসহ আগামী ১৯/০৮/২০২১ খ্রিঃ তারিখের মধ্যে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, বুড়িচং, কুমিল্লায় স্বশরীরে উপস্থিত হওয়ার জন্য বলা হলো। অথবা জরুরী ভিত্তিতে যোগাযোগ করুনঃ 01842264541
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
17/08/2021
আর্কাইভ তারিখ
11/09/2021