শিরোনাম
অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ 2021-22 ২য় ধাপ- পুরুষ
বিস্তারিত
অস্ত্রসহ ২১ দিন মেয়াদী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ২য় ধাপে (পুরুষ) প্রশিক্ষণার্থী আবশ্যক:
বাছাইয়ের তারিখ: ১৩/০৯/২১ খ্রিস্টাব্দ তারিখ রোজ সোমবার সময়: ১০.০০ ঘটিকা।
বাছাইয়ের স্থান: উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, বুড়িচং, কুমিল্লা।
মোবাইল নম্বরঃ 01842264541
|| প্রশিক্ষণের তারিখ: ১৪/০৯/২১ খ্রিঃ হতে ০৪/১০/২১খ্রিঃ পর্যন্ত||
✓বাছাই কার্যক্রম এর জন্য যোগ্যতাঃ
১. ন্যূনতম অষ্টম শ্রেণী সমমান পাস।
২. উচ্চতা: ৫.৪" সর্বনিম্ন (অধিক উচ্চতা ধারীদের অগ্রিকার দেওয়া হবে)।
৩. বয়স: ১৮-৩০।
উক্ত প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. শিক্ষাগত যোগ্যতার ফটোকপি।
২. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (মূল কপি সাথে আনতে হবে)
৩. পাসপোর্ট সাইজের এক কপি ছবি।
৪. ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সনদপত্র।
সুযোগ-সুবিধা:
✓তৃণমূল পর্যায়ে বিস্তৃত দেশের সর্ববৃহৎ বাহিনীর একজন গর্বিত সদস্য হওয়া।
✓বিভিন্ন পেশা ভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে একজন দক্ষ উদ্যোক্তা হওয়া।
✓সরকার কর্তৃক নির্দেশিত সময় সময় যেকোনো দায়িত্ব; যেমন: নির্বাচন, দুর্গাপূজা, রেলওয়ে ও মহাসড়ক নিরাপত্তা অর্থাৎ আপদকালীন সময় অস্ত্র ও গোলাবারুদ বহন করে জননিরাপত্তায় অংশগ্রহণ করা।
✓সরকারি চাকুরীতে ১০% কোটা পাওয়া।
✓ভিডিপি সদস্য হিসেবে উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে আভি ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পাওয়া। ধন্যবাদ সবাইকে।