শিরোনাম
মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের কে আনসার-ভিডিপির পক্ষ থেকে ঘর নির্মাণ করে দেওয়া প্রসঙ্গে।
বিস্তারিত
মুজিব বর্ষ উপলক্ষে গৃহহীনদের সাহায্যর জন্য প্রতি রেন্জে একজন দুস্থ গরীব অসহায় আনসার ভিডিপি সদস্যকে আনসার ভিডিপি কর্তৃপক্ষের মাধ্যমে স্বল্প পরিসরে গৃহ নির্মান করে দেওয়া হবে। এ উপলক্ষে আপনাদের পরিচিত উপযুক্ত কেউ থাকলে সদস্যের নাম ও তথ্যাদি আগামী রবিবার সন্ধার মধ্যে জানানোর জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য যে সদস্যের নাম দিলেই যে হবে তা নয়, পুরো রেন্জ থেকে শুধুমাত্র একজন বাছাই করা হবে। সদস্য বাছাইয়ের ক্ষেত্রে যেসব শর্ত প্রযোজ্য:
১। আনসার ভিডিপির একটিভ সদস্য হতে হবে।
২। অবশ্যই দুস্থ অসহায় হতে হবে।
৩। মুক্তিযাদ্ধা অথবা মুক্তিযাদ্ধা পরিবারের সদস্য হলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে মুক্তিযাদ্ধা বা মুক্তিযাদ্ধা পরিবারের হলেও আনসার ভিডিপির সদস্য হতে হবে।
৪। দুস্থ অসহায়/আনসার ভিডিপি/মুক্তিযাদ্ধার প্রমান স্বরুপ প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করতে হবে। আপনার মনোনীত সদস্যের ছবি এবং সদস্যের বর্তমান বাড়ীর ছবি প্রেরণ করতে হবে।
ধন্যবাদ