এতদ্বারা বুড়িচং উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, যেসকল আনসার ও ভিডিপি সদস্যগণ শারদীয় দূর্গাপূজা ২০২০ এ টহল টিমে দায়িত্ব পালন করেছেন, তাদেরকে আগামী ২৬/১২/২০২০ তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় স্ব-শরীরে উপস্থিত হয়ে মাস্টারে রোলে স্বাক্ষর করে দূর্গাপূজার সম্মানী ভাতা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। যারা যারা উক্ত তারিখের নির্ধারিত সময়ে উপস্থিত হতে ব্যর্থ হবেন, তাদের ভাতা পরবর্তীতে জেলা কার্যালয় হতে গ্রহণ করতে হবে।
শারদীয় দূর্গাপূজা/২০২০ এর সম্মানী ভাতার হার
১) পিসি: ৫২৫/-*০৫ দিন= ২৬২৫/-
২) আনসার ৪৭৫/-*০৫ দিন= ২৩৭৫/-
বিঃদ্রঃ রেভিনিও ও কল্যান তহবিল কর্তন বাবদ (১০+১০=২০/-) বিশ টাকা কর্তন করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস