শিরোনাম
অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ 2021 প্রথম ধাপ- পুরুষ
বিস্তারিত
প্রশিক্ষণ বিজ্ঞপ্তিঃ
অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ(পুরুষ)-৩য় ধাপ শুরু হতে যাচ্ছেঃ-
>>প্রশিক্ষণের স্থানঃ জেলা আনসার ও ভিডিপি কার্যালয়, কুমিল্লা।
>>প্রশিক্ষণের তারিখ ও মেয়াদঃ ০৭/০৩/২০২১খ্রিঃ হতে ২৭/০৩/২০২১খ্রিঃ (২১ দিন)
প্রয়োজনীয় কাগজপত্রঃ-
১) ন্যূনতম ৮ম শ্রেণী পাস তবে এস এস সি বা তদূর্ধ্ব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এবং সকল শিক্ষাগত যোগ্যতার মূল কপি ও ফটোকপি সঙ্গে আনতে হবে।
২) বয়স ১৮থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
৩) স্থানীয় চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র থাকতে হবে ।
৪) অব্যশই জাতীয় পরিচয়পত্র থাকতে হবে । জন্ম নিবন্ধন গ্রহণযোগ্য নয়।
৫। উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি।
প্রশিক্ষণের সুবিধাঃ
১। সম্পূর্ণ সরকারি খরচে থাকা ও খাওয়ার সুবিধা।
২। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি সমূহে ১০% কোটা সুবিধা প্রাপ্তি।
৩। আনসার ও ভিডিপির কারিগরি ট্রেনিং সমূহ করার যোগ্যতা অর্জন।
৪। ইহা একটি অস্ত্রসহ মৌলিক প্রশিক্ষণ, বাংলাদেশের রিজার্ভ ফোর্স-এ নাম অন্তর্ভুক্ত করার সুবিধা।
৫। এছাড়াও সরকার নির্দেশিত বিভিন্ন সময় (নির্বাচনে, পূজায়, রেলওয়ে রক্ষায়, পরিবার পরিকল্পনা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তরে স্বল্পকালীন অঙ্গীভূতকরণসহ) আইনশৃঙ্খলা রক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন।
৬। প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হবে।
যোগাযোগঃ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় বুড়িচং, কুমিল্লা।